ঈদে ‘সমপ্রীতি ও সাহস’-এর গান

| সোমবার , ১০ মে, ২০২১ at ৪:৫২ পূর্বাহ্ণ

দুই বাংলার ৬ জন তারকা শিল্পী মিলে গেয়েছেন একটি গান। কবির বকুলের লেখা ও ইমন চৌধুরীর সুর-সংগীত পরিচালনায় ‘সমপ্রীতি ও সাহসের গান’ শিরোনামের ব্যতিক্রমধর্মী গানটিতে একসঙ্গে তারা কণ্ঠ মিলিয়েছেন ঈদের অনুষ্ঠান আনন্দমেলার জন্য। বাংলাদেশের তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা এবং ভারতের উষা উত্থুপ, জয় সরকার ও রাঘব চট্টোপাধ্যায় কণ্ঠে তুলেছেন ‘এসো এসো সুন্দরে/ এসো সত্যে/ এসো আনন্দে/ স্বপ্ন গড়তে সুন্দর’। গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, গানটিতে সমপ্রীতি ও সাহসের কথা অসাধারণভাবে ফুটে উঠেছে। সবাই মিলে গানটি গেয়েছেনও দারুণ। খবর বাংলানিউজের।
গানটির গীতিকার কবির বকুল বলেন, এই গানটির নাম দিয়েছি ‘সমপ্রীতি ও সাহসের গান’। বৈশ্বিক এই সংকটকালে আমাদের নিজেদের প্রার্থনার জায়গাগুলো এক। তাই দুই বাংলার বড় শিল্পীদের এই সমন্বয়। একইসঙ্গে এমন একটি সময়ের এবারের ঈদ। যে সময় প্রতিবেশী দুই দেশ, বাংলাদেশ ও ভারত আক্রান্ত। সেই ভাবনা থেকেই এই সমপ্রীতি আর সাহস প্রকাশ করার চেষ্টা করেছি। ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় বিটিভির ঈদ ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার সংবাদের পর।

পূর্ববর্তী নিবন্ধআ-তে আলতু, ফালতু না
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ