চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নতজানু সরকার র্যাবের কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখন প্রতিবেশি দেশ ভারতের কাছে সাহায্য চাইছে। পররাষ্ট্রমন্ত্রীও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছেন বলে স্বীকার করেছেন। অথচ যাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। গত বৃহস্পতিবার বিকেলে মহানগর মহিলাদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর মনোয়ারা বেগম মনির উদ্যোগে তার লালখান বাজারস্থ বাসভবনের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপিসহ বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, মহানগর মহিলাদলের সাবেক সহ সভাপতি মারিয়া সেলিম, রুমা বেগম, জোলেখা বেগম, শাহানাজ বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।