নিষিদ্ধ জিনিসের প্রতি বরাবরই সবার আগ্রহ থাকে,
হতে পারে নিষিদ্ধ বই বা প্রেমিক।
আমি ভালোবাসা দিয়ে প্রতিটি নিষিদ্ধকেই
আগলে রাখতে চাই আজীবন।
নিষিদ্ধ প্রেমিকের প্রতি বরাবরই আমার আগ্রহ
আমার বিপরীতমুখী কেউ হোক না আমার প্রেমিক
তোমাদের ভাষায়, হতে পারে জঙ্গি বা উগ্রবাদী,
সেই উগ্রবাদীর ভেতরের পাথরচাপা ফুলটাকেই
আমি আমার হাতে নিতে চাই পরম মমতায়
আমি তোমাদের মতো সহজ কাউকে চাই না
আমি চাই তাকে যাকে আমি ভালোবাসার
আগুনে পুড়িয়ে পুড়িয়ে
তৈরি করতে পারবো খাঁটি সোনা।