চসিকের উদ্যোগে গতকাল মঙ্গলবার মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। পলিথিন মুক্ত পরিবেশ বান্ধব নগর গড়ার লক্ষ্যে কাজীর দেউড়ি বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১টি দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বর্জনের জন্য বাজারের ব্যবসায়ী এবং ক্রেতা সাধারনকে নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে মহানগরীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বৃদ্ধি পাওয়ায় এর বিস্তার রোধে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের দাইয়া পাড়া ও হাজি পাড়া এলাকায় মশক নিধন কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং করা হয়। এছাড়াও পানওয়ালা পাড়ায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ছয় দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চসিক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সিএমপি ম্যাজিস্ট্রেটরা সহায়তা প্রদান করেন।












