শিশুটির বয়স কয়েক দিন মাত্র। উত্তর সিরিয়ায় ভূমিকম্পের তিন দিন পর তার জন্ম। শিশুটির বাবা এবং বাকি ভাইবোন সকলেই ভূমিকম্পে মারা গেছেন। মায়েরও মৃত্যু হয়েছে শিশুর জন্মের পরেই। এই শিশুটি ধ্বংসস্তূপে চাপা পড়েছিল। তাকে উদ্ধার করা গিয়েছে। হাসপাতাল থেকে ভাইঝিকে শনাক্ত করেছেন
চাচা ও চাচী। তাদের কাছেই এবার মানুষ হয়ে উঠবে এই শিশু। তার মায়ের নাম অনুযায়ী শিশুটির নাম রাখা হয়েছে আফ্রা। উত্তর সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধারের একটি ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। তাতে দেখা গিয়েছিল, উঁচু–নিচু পাথরের স্তূপ পেরিয়ে ধুলোমাখা একরত্তি এক
শিশুকে কোলে তুলে নিয়ে আসছেন এক উদ্ধারকারী। পরে জানা যায়, শিশুটির বাবা আবদাল্লাহ্ এবং মা আফ্রা। তারা দু’জনেই ভূমিকম্পে প্রাণ হারান। ওই দম্পতির অন্য সন্তানদেরও ভূমিকম্পে মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে শিশুটির চাচা খালিল আল–সাওয়াদি বলেন, এই শিশু আমাদের কাছে অনেক
কিছু। ও ছাড়া আমাদের পরিবারের আর কেউ বেঁচে নেই। ও ওর বাবা আর মায়ের স্মৃতি হয়ে আমাদের কাছে থেকে যাবে। মেডিক্যাল পরীক্ষা এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন চিকিৎসকেরা। তার পরেই তাকে চাচার হাতে তুলে দেওয়া হয়েছে। গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে
সিরিয়ায় এখনও পর্যন্ত ৫ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। তুরস্ক এবং সিরিয়ার পরিসংখ্যানের দিকে তাকালে, দুই দেশ মিলে মৃতের সংখ্যা এর মধ্যে ৪৬ হাজার পার হয়ে গেছে।