নিশ্চিন্তে বাংলাদেশে বসবাস করুন

পদুয়ায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

এই দেশ সবার, এখানে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম১৫ আসন সাতকানিয়ালোহাগাড়া সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী শাহজাহান চৌধুরী। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে উল্লেখ করে পদুয়া কেন্দ্রীয় হরিমন্দির কমপ্লেক্সে তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।

গত ১ জানুয়ারি লোহাগাড়া পদুয়া হরিমন্দির কমপ্লেক্সে তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিপ্টন দাশ। উদ্বোধক ছিলেন, স্বামী অভেদানন্দ মহারাজ, আশীর্বাদক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক পালিত। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। অতিথি ছিলেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, রাজু মিলন নাথ ধর, সুনীল কুমার চৌধুরী, রাজু আনন্দ দাশ, রাজু পলাশ দাশ, জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা সেক্রেটারি আ ন ম নোমান, পদুয়া ইউনিয়ন আমির আ ক ম হামিদুল হক, কাজী জসীম উদ্দিন, নুরুল ইসলাম সিকদার, মাওলানা জিয়াউল হক জিয়া প্রমুখ।

শাহজাহান চৌধুরী আরও বলেন, শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, বাঙালি, পাহাড়ি, উপজাতি সবাই মিলে এই দেশে অত্যন্ত শান্তিতে ও সমপ্রীতির সঙ্গে বসবাস করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নেতা বা কর্মী আপনাদের উপর জুলুম নির্যাতন বা জায়গা দখল করেছে এই রকম কেউ প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিব। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্যসহযোগিতা আপনারা চান, ইনশাআল্লাহ আমরা তা করার চেষ্টা চালিয়ে যাবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ অধ্যাপক চৌধুরী জহুরুল হকের ১৮ তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল