ডিজেল কলোনি, নিউ ঝাউতলা স্কুল ক্যাম্প ও ঝাউতলা বাজার এলাকায় গণসংযোগ পরবর্তী পথসভায় ১৩নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, “প্রতিপক্ষ প্রার্থীরা রাতের আঁধারে ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলছে।”
তিনি আরো বলেন, “রাষ্ট্রীয় বাহিনী নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে। নির্বাচন কমিশনারের আচরণ দেখে মনে হচ্ছে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।”
গণসংযোগ পরবর্তী পথসভায় জাহাঙ্গীর আলম দুলাল ধানের শীষ-ঘুড়ি প্রতীকে ভোট চান।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম আজাদ, গোলাম সরোয়ার, হালিম উদ্দিন গুড্ডু, মোহাম্মদ মিল্টন, লুৎফর রহমান জুয়েল, শাহ আলম, ওমর ফারুক, মো. সাব্বির, নূর হোসেন,মো. শাহাদাত হোসেন, মো. হোসেন, মো. সুমন, মো. জুয়েল, মো. আশিক, মো. ইয়াসিন, মো. রবিউল ইসলাম, মো. বাবু, মো. আলাউদ্দিন, ছাত্রদল নেতা শামসুদ্দিন শামসু প্রমুখ।