নিশো-মেহজাবীনকে দেখতে ভক্তদের উপচে পড়া ভিড়

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। জুটি বেঁধে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা। ঈদ বা বিশেষ দিবস মানেই নিশো-মেহজাবীন জুটির নাটক। আলাদা আলাদাভাবেও তাদের অসংখ্য ভক্ত রয়েছে দুই বাংলায়। এ জুটিকে একঝলক দেখতে জনতার ঢল নেমেছিল। যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়। মূলত গতকাল বুধবার রাজধানীর মিরপুর-১২ তে গিয়েছিলেন এই জুটি। সেখান থেকেই ধারণ করা হয় ভিডিওটি।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে নিশো- মেহজাবীন। তাদের সামনে অবস্থান করছেন অসংখ্য মানুষ। তারা সমস্বরে বলছেন, নিশো ভাই, নিশো ভাই। আবার ভেসে আসছে মেহজাবীন, মেহজাবীন। সমধ্বনিতে মুখরিত পুরো এলাকা। কিছুক্ষণ পর মাইক্রোফোন হাতে তুলে নেন নিশো। শুরুতে বলেন, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য্যসহকারে এখানে দাঁড়িয়ে আছেন। সবসময়ই আপনারা আমার মন জয় করেন।
এরপর উপস্থিত জনতার মধ্য থেকে ‘বুক চিনচিন করছে হায়’ গানটি গাওয়ার অনুরোধ আসে। এতে হেসে উঠেন মেহজাবীন-নিশো। তারপর গানটির কয়েকটি লাইন কণ্ঠে তুলেন নিশো। তার সঙ্গে গাইতে থাকেন উপস্থিত সকলে।

পূর্ববর্তী নিবন্ধশাকিব খানকে নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্রের নায়িকা
পরবর্তী নিবন্ধইফতারের রেসিপি নিয়ে আসছেন পূর্ণিমা