নির্যাতনের পর ২০ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার বাহিনী

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০ বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। এসময় তাদেরকে নির্মম নির্যাতনের পর বাংলাদেশ সীমান্তে ছেড়ে দেয় তারা। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান পিএসসি জানান, বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরের পর নাফনদী হতে অপহৃত জেলেরা ছাড়া পেয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে নিজেদের বাড়িতে ফিরেছেন।
টেকনাফের সাবরাং ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন অভিযোগ করেছেন- মিয়ানমার নৌবাহিনী ওই ২০ জেলেকে ছেড়ে দেয়ার আগে শারীরিক নির্যাতন চালিয়েছে। সেন্টমার্টিন দ্বীপের অদূরে সীতাপাহাড় এলাকা থেকে বুধবার বেলা ১১টার দিকে ওই জেলেদের ধরে নিয়ে যায়। টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ার কবির মাঝির ছেলে আমির হোসেন, মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বশর ওরফে বাইল্যা, ডাঙ্গারপাড়ার মকবুল আহমদের ছেলে অলি আহমদ ও আমির হোসেনের ছেলে আমিরুল ইসলামের মালিকানাধীন চারটি নৌকায় করে ২০ জেলে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় মাছ ধরতে যায়। এসময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এরপর বিষয়টি নৌকার মালিকদের ফোন করে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসম্ভব হলে সবার আগেই টিকা নেব : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ৬৭ জনের করোনা শনাক্ত