নির্মিত হবে মাইকেল জ্যাকসনের বায়োপিক

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

এবার মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন হলিউডের আলোচিত প্রযোজক গ্র্যাহাম কিং। দীর্ঘ সময় ধরে প্রস্তুতির পর সিনেমাটির পরিকল্পনা চূড়ান্ত করেছেন এই প্রযোজক। বায়োপিকের নাম দেওয়া হচ্ছে ‘মাইকেল’। এই বায়োপিকের চিত্রনাট্য করছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। তবে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। এর আগেও গ্র্যাহামের সঙ্গে কাজ করেছেন জন। খবর বাংলানিউজের।‘দ্য ডিপার্টেড’ জন্য অস্কার জয়ী গ্র্যাহাম অনেক আগেই মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার সঙ্গে জ্যাকসন পরিবারের যোগাযোগও রয়েছে। পপ সম্রাটের একাধিক কনসার্টে উপস্থিত ছিলেন তিনি। মাইকেল জ্যাকসনের সিনেমাটি হচ্ছে, ইতোমধ্যে এমন বিবৃতিও জারি করেছে। এর সহ-প্রযোজনায় থাকছে মাইকেলের পরিবার। বিশ্বব্যাপী এর বিতরণের দ্বায়িত্বে থাকছে লায়ন্সগেট। তবে পরিচালক বা অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী সংগীত তারকাদের মধ্যে অন্যতম মাইকেল জ্যাকসন। বিশ্বজুড়ে ৪০ কোটি অ্যালবাম বিক্রি হয়েছে তার। বিলবোর্ড চার্টে রয়েছে একাধিক রেকর্ড ও পেয়েছেন অসংখ্য পুরস্কার। এ তারকা ৫১ বছর বয়সে ২০০৯ সালে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফ্লাইটে ‘গণ্ডি’
পরবর্তী নিবন্ধ১৭ বছর পর পরিচালনায় ছটকু আহমেদ