নগরীর ডবলমুরিংয়ের বার-কোয়ার্টার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রুবেল নামে (১৮) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর গ্রামের মো. মধু আলমের ছেলে। জানা যায়, বার কোয়ার্টার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অফিস সংলগ্ন একটি বহুতল ভবনে নির্মাণ কাজ করছিল রুবেল। কাজ করার সময় ১২ তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে ভবনের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় রুবেল নামে এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগের আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে আছে।












