বীর মুক্তিযোদ্ধা সন্তোষ ধরের মৃত্যুবার্ষিকী পালিত

| সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

গত ১৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা সন্তোষ ধরের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর চান্দগাঁও বণিকপাড়ায় প্রয়াতের সমাধিতে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ ধর স্মৃতি সংসদের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টল ইয়ুথকয়ার, নেপাল-সাধনা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর সন্তোষ ধর স্মরণে এক স্মরণসভা আয়োজিত হয়। এতে বক্তারা দেশ ও এলাকার যুব সমাজের উন্নয়নে সন্তোষ ধরের অবদান স্মরণ করেন এবং তরুণ প্রজন্মকে সন্তোষ ধরের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার কাজে নিয়োজিত হতে আহবান জানান। স্মরণ সভায় তাঁর একমাত্র পুত্র প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক সরিৎ ধর বলেন, সন্তোষ ধরের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে সন্তোষ ধর স্মৃতি পাঠাগার গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে আরো কর্মসূচি গ্রহন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাতরি ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধনির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু