নগরীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৭ তলা থেকে পড়ে মো. আরাফাত (২০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানাধীন সিজিএস কলোনির রয়েল অ্যাসোসিয়েট বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আরাফাত গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, বিল্ডিংয়ে কাজ করার সময় সাত তলা থেকে পা পিছলে পড়ে যান আরাফাত। গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।