চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আজাদীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করেছেন। এজন্য তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।
জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে গ্রামীণ জনপদে মানুষের ভাগ্যোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া উদ্যোগগুলো বাস্তবায়নের কথা জানান তিনি। তিনি বলেন, দীর্ঘ ৪৮ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে দলের জন্য কাজ করেছি। প্রধানমন্ত্রী আমাকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রামের উন্নয়নে নিজের সাধ্যমতো চেষ্টা করব। চট্টগ্রামের প্রতিটি উপজেলা থেকে ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত সামগ্রিক উন্নয়নের উদ্যোগ নেব। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শহরের সাথে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
পেয়ারুল ইসলাম বলেন, চট্টগ্রামের ১৫ উপজেলায় সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ফটিকছড়িতে বিসিক শিল্প নগরী ও শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করাসহ ফটিকছড়ির উপর দিয়ে রেললাইন ভারতীয় সীমান্ত পর্যন্ত নেয়া এবং ফটিকছড়ি সীমান্তে বাংলাদেশ-ভারত স্থল বন্দর দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে, যাতে করে চট্টগ্রামের সাথে ভারতের আমদানি-রপ্তানি বৃদ্ধি পায়।












