দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে পার হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে; কেন জানি না মনে হচ্ছে– দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময়টাতে খুব সাবধান থাকতে হবে। আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই।’ গতকাল রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম–ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের সাবধান থাকতে হবে– ভুল করে নিজেদের মধ্যে বিভেদ–অনৈক্য সৃষ্টি করে সে সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে– আমরা ক্ষতিগ্রস্ত হবো। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির অঙ্গীকার– কুরআন–সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিবো না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, আমরা নাকি কুরআন–সুন্নাহর আলোকে থাকতে চাই না। কিন্তু আমরা সবসময় কোরআন–সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম–ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ‘নিজের শেষ নির্বাচন’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনটাই আমার শেষ নির্বাচন, বয়স হয়ে গেছে, এরপরে আর নির্বাচন করা সম্ভব হবে কিনা তা জানি না। আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করতে চাই– আপনারা যদি মনে করেন অতীতে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পেরেছি তাহলে আপনারা দয়া করে আমাদের সাহায্য ও সহযোগিতা করবেন। এর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। এছাড়াও সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন আলেম–ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।












