নির্বাচনী প্রচারে জাস্টিন ট্রুডোকে পাথর মারল বিক্ষোভকারীরা

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৬ অপরাহ্ণ

কানাডায় আগামী ২০ সেপ্টেম্বর আগাম নির্বাচন। সে উপলক্ষে অন্টারিওর লন্ডন শহরে এক নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা। বিবিসি জানায়, একটি মদ্যশালা পরিদর্শন করার পর নির্বাচনী প্রচারণায় নিয়োজিত বাসে ফিরছিলেন ট্রুডো। ঠিক তখনই বিক্ষোভকারীরা তার দিকে পাথর ছুড়ে। তবে সৌভাগ্যক্রমে তিনি কোনো আঘাত পাননি। খবর বিডিনিউজের। অগাস্টের মাঝামাঝিতে আগাম নির্বাচন ডেকেছিলেন ট্রুডো। নিজের বামপন্থি লিবারেল পার্টির জন্য সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশাতেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি। কিন্তু কোভিড-১৯ টিকা বাধ্যতামূলক করা এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের ফলে তার নির্বাচনী প্রচারকাজ ব্যাহত হয়। এক সপ্তাহ আগেই একদল বিক্ষোভকারীর হামলায় একটি নির্বাচনী সমাবেশ বাতিল করতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাথর নিক্ষেপের ঘটনার পর সাংবাদিকদের ট্রুডো বলেন, তিনি কাঁধে আঘাত পেয়ে থাকতে পারেন। এ ঘটনাকে তিনি ২০১৬ সালে তার ওপর এক নারীর কুমড়ো বীজ ছুড়ে মারার সঙ্গে তুলনা করেন। কানাডার সিটিভি ন্যাশনাল নিউজের এক প্রতিবেদক বলেছেন, গণমাধ্যমের একটি বাসে অবস্থান করা দুইজনকেও পাথর ছুড়ে মারা হয়েছে। যদিও তারা আহত হননি। বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও‘তোলে এ ঘটনাকে ন্যাক্কারজনক বলে বর্ণনা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা কখনোই ন্যায়সঙ্গত নয়। আমাদের গণমাধ্যমকে হুমকি, হয়রানি এবং সহিংসতা মুক্ত রাখতে হবে। টিকা নিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো যে পরিকল্পনা করেছেন তা আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। গত মাসে কানাডা সরকার এক ঘোষণায় জানিয়েছিল, সব সরকারি খাতের কর্মকর্তাকে আগামী অক্টোবরের শেষ নাগাদ টিকা নিতে হবে। টিকা না নিলে তারা চাকরিও হারাতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির জন্য বিবস্ত্র করে ঘোরানো হলো ৬ শিশু কন্যাকে
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের সংগঠক দৈনিক কক্সবাজার সম্পাদক নুরুল ইসলামের ইন্তেকাল