নির্বাচনী প্রচারণা

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

আবদুল কাদের, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড : নজীর ভান্ডার দরবার জেয়ারত শেষে ২৮ নম্বর পাঠানটুলী নাগরিক কমিটি মনোনিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আবদুল কাদের ব্যাডমিন্টন প্রতীকে গণসংযোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শেখ মো. জাহেদ, মুন্সি মিয়া প্রদীপ, লেয়াকত আলী সরদার, হাসমত আলী, মো. আলী, মঈনউদ্দীন হাসান মহিন, জালাল ভূঁইয়া আসিফ, সোলোমান মিয়া, মো. ইকবাল হোসেন, মো. ইব্রাহীম, আবদুল আলী প্রমুখ। ভোটারদের উদ্দেশ্যে মো. আবদুল কাদের বলেন, এলাকায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যাডমিন্টন মার্কায় আবারো ভোট দিন। আমি আপনাদের উন্নত নাগরিক সেবা নিশ্চিত করব। গত ৫ বছরে এলাকার প্রতিটি অলি-গলিতে কাজ করেছি। সবসময় আপনাদের পাশে ছিলাম। আবার নির্বাচিত হলে অতীতের মতো সবসময় পাশে থাকব।
জহুরুল আলম জসিম, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম গতকাল রোববার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বিকাল থেকে রাত অবধি তিনি ১, ২ ও ৩ নম্বর ঝিল, ভান্ডারী পাড়া, বিজয় নগর, জিয়া নগর এলাকায় গণসংযোগ ও হারবাতলী, মিতালি আবাসিক, জয়ন্তিকা ও সুপারি বাগানে মতবিনিময় সভা করেন। এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার রাস্তাঘাট, নালা-নর্দমা, সড়কবাতির উন্নয়নে কাজ করেছি। এছাড়াও অনেক স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করেছি। আগামী ২৭ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীকে রায় প্রদানের অনুরোধ জানান।
হাসান মুরাদ বিপ্লব, ফিরঙ্গীবাজার ওয়ার্ড : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের সুজাকাঠগড়, অভয়মিত্রঘাট এলাকায় গণসংযোগ করেন। গতকাল বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগ করে তিনি। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক শাহাদাত হোসেন, জাহাঙ্গীর সিদ্দিকী, শফিক সওদাগর, আব্দুর রহমান, মাহবুবল আলম, নুরুল হক, খোরশেদ আলম, তৈয়ব আলী, শামীমুল হক, খোরশেদ আলম রহমান, তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, ফজলে হাসান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, তারাপদ দাশ, হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল, মো. সরওয়ার সরকার, মো. আলাউদ্দিন, রাশেদ জয়, আক্তার মিয়া, মো. রাশেদ, আলাউদ্দিন বাপ্পী, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, শফিউল আজম জনি, মো. ফরহাদ, অনিন্দ্য দেব, ইমন, মহিউদ্দিন, মো. সাইদুল প্রমুখ।
কাজী নুরুল আমিন, মোহরা ৫নং ওয়ার্ড : মোহরা ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী কাজী নুরুল আমিন মামুনের ঘুড়ি মার্কার সমর্থনে গত শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহরা বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফারুক। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী কাজী নুরুল আমিন মামুন। যুবলীগ নেতা কফিল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হানিফ খান, মো. আলমগীর, আজম খান, মো. সাকের, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, মোহাম্মদ শফি, নুরুল আবছার, মো. সরওয়ার, মো. বেলাল, আজম, সিদ্দিক, নুরুল কবির, বাদশা, সাজ্জাত, আকবর। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইসহাক, মো. জাফর, মো. হোসেন, চান মিয়া, যীষু, শহীদুল্লাহ্‌ কায়সার, ফারুক, রনি, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন, দেলোয়ার, মোস্তফা, সাইফুল, সুরুজ, রুবেল, মহিন প্রমূখ।
মোহাম্মদ মহসীন, শুলকবহর ওয়ার্ড: ৮নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন গতকাল রবিবার সকালে শাহ্‌ আমানত শাহ্‌ মাজার দরগাহ জিয়ারতের মাধ্যমে নাসিরাবাদের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা শুরু করেছেন। এসময় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন বলেন, বিগত দিনে আপনাদের পাশে ছিলাম। আর করোনাকালীন দিনে রাতে ত্রাণ সামগ্রী, মাক্স, ডেটল সাবান, বাড়ি বাড়ি গিয়ে মশার ছিটানোসহ অনেক কাজ করেছি। আগামী ২৭ জানুয়ারি টিফিন ক্যারিয়ার প্রতীকে ভোট দিয়ে আবারো আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এই প্রত্যাশা করছি। এসময় উপস্থিত ছিলেন জামাল হোসেন, মমিনুল হক শিকদার, শওকত হোসেন, অসি, মো. রমজান আলী, সাইফুল ইসলাম, শাহাজান হামেদী, তৌহিদুল উদ্দিন মানিক, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, হোসেন, শাকিল, আরমান, সাইফুল ইসলাম, মোরশদে, আনিসুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ।
অধ্যাপক মো. ইসমাইল, ১১ নং ওয়ার্ড: ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী অধ্যাপক মো. ইসমাইল গণসংযোগ শুরু করেছেন। এ উপলক্ষে বাসন্তী কেন্দ্রের বশর কলোনিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ও উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. আরিফুল আমীন। এসময় বক্তব্যে মো. ইসমাইল বলেন, আমি নির্বাচিত হলে এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে।
নিলু নাগ, এনায়েত বাজার ওয়ার্ড : নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ২২, ৩০ ও ৩১নং (এনায়েত বাজার-পূর্ব মাদারবাড়ি-আলকরণ) ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নিলু নাগ। গতকাল রবিবার তিনি এনায়েত বাজার ওয়ার্ডের জুবলী রোড, এনায়েত বাজার কলেজ রোড, গোয়ালপাড়াসহ বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তার প্রতীক মোবাইল ফোন মার্কায় ভোট প্রার্থনা এবং সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মো. ইমরান হোসেন সাজেন, আনোয়ার পলাশ, মো. রুবেল, সৈকত বিশ্বাস, আনিসুর রহমান তারেক, ওবায়দুল কাদের, ইয়াসিন রিজভী, মো. মামুন, মাবিয়া বেগম, রিপা সরকার, ঔশিন চৌধুরী প্রমুখ।
আরিফুল ইসলাম ডিউক, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড: ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী একেএম আরিফুল ইসলাম ডিউক গতকাল আফগান মসজিদ, কেডিএস গলি, আহমদুর রহমান সকড়ক এলাকায় মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থনে প্রচারণা চালান। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দর, সাধারণ সম্পাদক এমরান উদ্দীন, ইসমাঈল বাবুল, আইয়ুব খান, মো. হোসেন সওদাগর, রোকন উদ্‌ দৌলা, এস এম পারভেজ, মো. ফিরোজ, হাবিব খান, হাছি মিয়া, নুর মোহাম্মদ আবদুর রউফ, মো. আরিফ, নুর মোহাম্মদ, সুলতান, রেজিয়া সুলতানা মুন্নী প্রমুখ।
আবদুল বারেক কোম্পানি, ৪০ নং ওয়ার্ড : গণসংযোগপতেঙ্গা স্টিলমিলের হযরত আলী শাহ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ৪০ নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক কোম্পানি। রোববার বিকেলে পতেঙ্গার ডেইলপাড়া, ধুমপাড়া, চড়িহালদা সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীক ও তার ঠেলাগাড়ি প্রতীক নিয়ে তিনি জনসাধারণের ঘরে ঘরে যান। এসময় উপস্থিত মো. আলী, শাহাদাত হাসান, হালিমা বারেক, সুকুমার শীল, সাদেকুর রহমান, আলী হায়দার, মুহাম্মদ শওকত হেসাইন, নাজিম উদ্দীন, শাহাবুদ্দীন, মাহবুব আলম, নাজমুল হক, এসকে বাবলু, আলী ফজল, জামশেদ, এমকে সুমন, সাইফুল আলম, রফিক, খুরশীদ আলম, জেকি, সুব্রত, মেহেদী সাহাব উদ্দীন, মনির, হেলাল, জামাল উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজাউল করিমের পক্ষে কাজ করবে জাতীয় পার্টি
পরবর্তী নিবন্ধ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কম্বল বিতরণ ও আলোচনা সভা