নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য কাজ করছি

সহায়তা প্রদান অনুষ্ঠানে শাজাহান খান

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। তিনি পরিবহন সেক্টরকে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে বলেন, করোনা মহামারি বিপর্যের মধ্যেও পরিবহন শ্রমিকেরা ধৈর্য্য ও সাহসের সাথে এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। তিনি করোনা বিপর্যয়ে পরিবহন শ্রমিকদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক বিশেষ সাধারণ সভা ও সংগঠনের ৪৪ জন মৃত সদস্য শ্রমিক পরিবার এবং বার্ধক্য ও কর্মে অক্ষম ৮ জন শ্রমিকের স্বেচ্ছায় অবসর গ্রহণ ইচ্ছুক শ্রমিককে এককালীন আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। অতিথি ছিলেন, সিএমপির উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (দক্ষিণ) মো. শহিদুল্লাহ, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মিলন মাহমুদ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, বহদ্দারহাট বাস টার্মিনাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউনুছ ও ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান। বিশেষ সাধারণ সভায় অর্থ সম্পাদকের বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন মোহাম্মদ এয়াছিন। অনুষ্ঠানে ৪৪ জন মৃত শ্রমিক পরিবার এবং ৮ জন বিদায়ী শ্রমিককে ৩১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সহসাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। সভায় প্রধান অতিথি শাহজাহান খান এমপি, বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ সাধারণ সভায় আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নুর উদ্দিন, সহ সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক কামাল আহাম্মদ, সহ সম্পাদক কলিম উল্লাহসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি
পরবর্তী নিবন্ধমা