‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’–এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান রামগতি ধর, রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল গভমেন্ট হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কেএম মাহাবুব কবির, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেল–এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, রাউজান রামগতি ধর, রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল গভমেন্ট হাই স্কুল–এর প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ রাউজান জোন–এর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল আজিম। কর্মসূচির পরিসমাপ্তিতে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইফতিয়ে ইলিয়াস, দ্বিতীয় স্থান অধিকার করেন ষষ্ঠ শ্রেণির ছাত্র তাসরিফ উদ্দিন সামি এবং তৃতীয় স্থান অধিকার করেন নবম শ্রেণির ছাত্রী ঈশা দাশ গুপ্ত, পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












