নিরাপত্তা জোরদারের নির্দেশ সিএমপি কমিশনারের

বিপিএল মিউজিক ফেস্ট আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ ক্রিকেট২০২৪ উপলক্ষে আজ শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মিউজিক ফেস্ট। এতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সমন্বয় সভায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশনা প্রদান করেন সিএমপি কমিশনার।

সভায় নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিসিবি, র‌্যাব, জেলা প্রশাসন, পিডিবি, ভেন্যু ম্যানেজারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে ফেস্টে মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কোনো বস্তু সাথে নিয়ে আসা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধচবিতে দুই শিক্ষকের বিতণ্ডা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে বাইক আরোহী নিহত