নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলা উপভোগ করতে চান রোহিত

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ এক যুগের বেশি সময় ধরে। টেস্ট ক্রিকেটে দুই দলের সবশেষ দেখা হওয়ার পরতো দেড় দশক পেরিয়ে গেছে। আবার কবে তাদের দ্বিপাক্ষিক সিরিজে খেলতে দেখা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলতে আগ্রহী রোহিত শার্মা। বিশেষ করে, নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলা দারুণ ব্যাপার হবে বলে মনে করেন ভারত অধিনায়ক। ২০১২১৩ মৌসুমে ভারতে দুই টিটোয়েন্টি ও তিন ওয়ানডের ছোট্ট সফরে গিয়েছিল পাকিস্তান। দল দুটির সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ সেটিই। দুই দেশের টেস্ট লড়াই সবশেষ হয়েছে ২০০৭ সালে। এখন বিশ্বকাপ কিংবা এশিয়া কাপে দেখা হয় তাদের।

ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্ট’এ বুধবার সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন রোহিতকে জিজ্ঞেস করেন, টেস্ট ক্রিকেটের স্বার্থে ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই বিদেশে খেলা ভালো হবে কিনা। উত্তরে রোহিত বলেন আমি পুরোপুরি তা বিশ্বাস করি। রোহিতের মতে, শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে পাকিস্তান দারুণ এক টেস্ট দল। পাকিস্তান দল হিসেবে দারুণ। ওদের বোলিং লাইনআপ অসাধারণ। আমার মতে, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে খেলাটা যদি বিদেশের কন্ডিশনে হয়। এটি দুর্দান্ত হবে। দ্বিপাক্ষিক লড়াই পুনরায় শুরু করার জন্য ভারত ও পাকিস্তান উভয় বোর্ডের প্রশাসকরা একাধিকবার প্রচেষ্টা চালিয়েছে। সেখানে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোতে খেলার ব্যাপারও উঠে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধএকসাথে এফডিসিতে তিন বোন
পরবর্তী নিবন্ধবেলখাইন স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন