কর্ণফুলীতে গার্মেন্টস শ্রমিক বহনকারী একটি মিনিবাস সড়কে উল্টে ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ এলাকার কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে পটিয়া উপজেলার আনজুরহাট সান ফ্যাশন গার্মেন্টসগামী মিনিবাসটি গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রোড় ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কে উল্টে যায়।
বাসে থাকা ওই গার্মেন্টসের ১৮–২০ জন শ্রমিক ছিলেন। এরমধ্যে ৪–৫ জন শ্রমিক আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।