নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ঢুকে পড়ল বাসের নিচে, আহত ২

লোহাগাড়া প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৪:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ঢুকে পড়েছে বাসের নিচে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একইমুখী একটি যাত্রীবাহী বাসের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। বাসের নিচে ঢুকে পড়ায় মোটরসাইকেলের ক্ষতি হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় বাসের নিচ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করেননি। এই ব্যাপারে খোঁজখবর নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল ১০ কেজি ওজনের মরা কাতলা মাছ
পরবর্তী নিবন্ধআজ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু, প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন ১২৬ জন