২০১৫ সাল থেকে এমডিজির লক্ষ্য অর্জন এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে হলেও অতিদরিদ্র মানুষের হার কমে আসছিল। ২০২০ সালে বিশ্বব্যাপি কোভিড-১৯ এর আঘাত, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং বিগত ৭ মাস ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালান সংকটের ফলে সাপ্লাই চেইন নষ্ট হওয়ায় খাদ্যসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। যার ফলে অন্যান্য অনেক দেশের মত আমাদের দেশেও ঝুঁকির মুখে পড়েছে প্রান্তিক এবং দরিদ্র জনগোষ্ঠী বিশেষত নারী ও শিশু। নিম্নবিত্তসহ মধ্যবিত্তের অনেকে স্বাভাবিক জীবন পরিচালনায় তীব্র সমস্যায় পড়েছেন। এর প্রভাবে আমাদের দেশেও বৈশ্বিক দারিদ্র্য ও অসমতা বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে খাদ্য অধিকার বাংলাদেশ-চট্টগ্রাম জেলা ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপ মহানগরের উদ্যোগে নগরীর সার্কিট হাউজ চত্বরে গণজমায়েত ও মানব বন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করা হয়।
এতে বক্তারা সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়ানো ও নিত্যপণ্যের মূল্য কমানোর দাবি জানান। মানব বন্ধন ও গণজমায়েত এ সংহতি জানান এস এম নাজের হোসাইন, সাংবাদিক এম নাসিরুল হক, হাজী আবু তাহের, মো. জানে আলম, জান্নাতুল ফেরদৌস, সালাহ উদ্দীন আহমদ, ঝর্না বড়ুয়া, শাহীন চোধুরী, আলমগীর বাদশা, চৌধুরী কে এন এম রিয়াদ, আবু হানিফ নোমান, শম্পা কে নাহার, আমজাদুল হক আয়াজ, মোহাম্মদ সুজন, ইমদাদুল ইসলাম, করিমুল ইসলাম, রাশিদা বিনতে ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।