নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো হোক, আমাদের বাঁচতে দিন

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের মূল্য এত বেশি যে সাধারণ সময়ের পক্ষে খেয়ে পরে বেঁচে থাকা কঠিন। সাম্প্রতিক মুদির দোকানের মূল্য তালিকা মোতাবেক আটা প্রতি কেজি ৬৬ টাকা, খোলা চিনি প্রতি কেজি ১৩৫ টাকা, লবণ প্রতি কেজি ৪২ টাকা, সোয়াবিন প্রতি লিটার ১৯৫ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৮৫ টাকা, আলু প্রতি কেজি ৪০ টাকা।

এভাবে মাছ তরকারিসহ সব জিনিষের মূল্য অনেক বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

জয়কেতু বড়ুয়া,

মুক্তিযোদ্ধা প্রকৌশলী, হালিশহর কে ব্লক।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে
পরবর্তী নিবন্ধসামাজিক অবক্ষয় রুখতে ইমাম-খতিবদের ভূমিকা চাই