আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুরু হচ্ছে অনলাইন বাংলা বই মেলা, তবে বইয়ের প্রদর্শনী থাকবে বছর ব্যাপী, বাংলাদেশে জন্মগ্রহণকারী লেখকরা এ মেলায় অংশ নিচ্ছেন। সম্ভবত বাংলাদেশে এ প্রথম অনলাইন বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার সন্তানকে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কেনার পাশাপাশি বই কিনে দিন। সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, প্রিয়জনকে ‘বই উপহার’ দিন। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘নো মাস্ক, নো সার্ভিস’ এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নির্বাচিত লেখকদের বই প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। আশা করি যে কোন একজন লেখকের বই কেনার জন্য উদ্যোগী হবেন। নিজে অনলাইন বাংলা বই মেলার সাথে যুক্ত থাকুন এবং অন্যকেও মেলায় আসতে উৎসাহিত করুন।