নিজের নামে স্থায়ী আমানত ৬ লাখ, স্ত্রীর আছে ২ লাখ টাকা

ইসলামিক ফ্রন্টের ফরিদ উদ্দিন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনে উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে নির্বাচন করছেন সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। পেশায় তিনি চাকরিজীবী। গতকাল সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে তিনিও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পৃষ্ঠার ৩য় কলাম

পত্রের সাথে দেয়া তার হলফনামায় নিজের স্থাবরঅস্থাবর সম্পত্তি ও ব্যাংকব্যালেন্সসহ স্থায়ী আমানতের দেয়া হিসাবে দেখা গেছে, তার নিজের নামে নগদ টাকা আছে ২ লাখ ২০ হাজার টাকা, স্ত্রীর নামে আছে মাত্র ২০ হাজার টাকা। ব্যাংকে নিজের নামে জমা আছে ৬ লাখ টাকা, স্ত্রীর নামে আছে ১ লাখ ৯০ হাজার টাকা।

হলফনামায় তিনি স্ত্রীর কাছে ১ লাখ টাকা মূল্যমানের স্বর্ণলংকার আছে বলে উল্লেখ করেছেন। একই সাথে বাসায় ৪০ হাজার টাকা মূল্যমানের ইলেকট্রিক সামগ্রী এবং ৪০ হাজার টাকার আসবাবপত্র আছে বলে উল্লেখ করেছেন।

নিজের নামে স্থায়ী আমানত আছে ৬ লাখ টাকা এবং স্ত্রীর নামে আছে ২ লাখ টাকা। একটি টিনশেড বাড়ি আছেবলে হলফনামায় উল্লেখ করেছেন। যার মূল্য দেখিয়েছেন ৩ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধনোমান আল মাহমুদের চেয়ে স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি
পরবর্তী নিবন্ধপ্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী ইসলামী ফ্রন্টের সামাদ