১৯৯৮ সালের ২৫ আগস্ট। ২৫ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ দলের এই সময়ের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কাকতালীয়ভাবে ঠিক একইদিনে পৃথিবীতে আসলো তার প্রথম সন্তানও। গতকাল শুক্রবার সকালে পুত্র সন্তানের বাবা হয়েছেন শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে সুখবর জানিয়েছেন শান্ত। ফেসবুক পোস্টে শান্ত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা‘আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪ মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা–শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি। ২০২০ সালের জুলাইয়ে সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্ত। রাজশাহীর নিজ বাড়িতেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন জাতীয় দলের এই ক্রিকেটার। এবার ঘরে এসে গেলো নতুন অতিথিও। নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রথম দুই ম্যাচ খেলে দেশে ফেরারও পরিকল্পনা করেছিলেন শান্ত। যাতে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে পারেন। এখন তার জন্য ভালই হয়েছে। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগেই নিজের সন্তানের জন্ম হলো। এখন দ্বিগুণ আনন্দ নিয়ে এশিয়া কাপে খেলতে যেতে পারবেন শান্ত। শুধু তাই নয় আগামী বছর পিতা আর পুত্রের জন্মদিনও একসাথে পালন করতে পারবে।












