নিজের কার্ড ছাড়াও বিদেশে পেমেন্ট করা যাবে

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক কার্ড নেই এমন ব্যক্তিও এখন ব্যাংকের সহায়তায় সহজে বিদেশে কোনো সেবার অর্থ পরিশোধ করতে পারবেন। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পরিশোধ সহজ করতে এমন আরেকটি পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক সার্কুলারে এ জন্য বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী ব্যাংকের শাখাকে (এডি শাখা) ‘আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড’ খোলার অনুমোদন দিয়েছে। এতে কোনো এডি শাখা নিজের নামে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করে যাদের আন্তর্জাতিক কার্ড নেই এমন ব্যক্তিদের কার্ডভিত্তিক ‘পেমেন্ট’ করতে পারবে। এই কার্ডের মাধ্যমে লেনদেনকে বাংলাদেশ ব্যাংক ‘অলটারনেটিভ পেমেন্ট চ্যানেল’ হিসেবে সার্কুলারে উল্লেখ করেছে। খবর বিডিনিউজের।
সার্কুলারে কোন কোন সেবা ও খাতে এই কার্ডে অর্থ পরিশোধ করা যাবে এবং ব্যবহারের শর্ত উল্লেখ করে দিয়েছে। সার্কুলারে তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়, কোনো সদস্য ফি, ভর্তি, পরীক্ষা, আবেদন ও রেজিস্ট্রেশন ফি, বিদেশে পড়াশোনার ফি, চিকিৎসা ব্যয়, টিকেটের টাকা, ভিসা ও ল্যান্ডিং ফি, প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারসহ ১১ খাতের ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট নেয় না, শুধু এমন প্রতিষ্ঠানের সঙ্গে এই কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধহালদা নদী পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি