অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করেছেন আদালত। এ সময় তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
গতকাল সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। একপর্যায়ে আদালত আগামী ১২ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওইদিন প্রদীপ-চুমকি আত্মপক্ষ সমর্থন করে সাফাই সাক্ষ্য দেবেন অথবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি সাফাই সাক্ষ্য দেবেন। দুদকের পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাফাই সাক্ষ্য শেষে প্রদীপ-চুমকির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়ে যাবে।
গত ২৯ মে তদন্তকারী কর্মকর্তাকে আসামি পক্ষের আইনজীবীর জেরা করার মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়। চার্জগঠন পরবর্তী মোট সাক্ষ্য দিয়েছেন ২৪ জন। দুদকের এ মামলায় শুরু থেকে পলাতক থেকে গত ২৩ মে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন প্রদীপের স্ত্রী চুমকি কারণ। আদালত এ আবেদন নাকচ করে দিয়ে ওইদিন তাকে কারাগারে পাঠায়।