নিজেকে সুশিক্ষার আলোকে আলোকিত করব

রূপম চক্রবর্ত্তী | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

প্রকৃত বিদ্যা মানুষকে বিনয় দান করে। বিদ্যাহীন মানুষ অন্ধকারে হাবুডুবু খাই। যে যত বেশি বিদ্বান সে তত বেশি নিরহংকার, নিরভিমান। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য সে ব্যাকুল হয়ে পড়ে। ভক্তি, শ্রদ্ধা, প্রেম ভালোবাসা একজন বিদ্বান ব্যক্তি থেকে শিখতে পারি। জানার মাধ্যমে আমরা আমাদের ভুলত্রুটিগুলো সংশোধন করে আলোকিত মানুষ হতে পারি। তাই শাস্ত্রে বলা হচ্ছে, ‘বিদ্যা আর রাজপদ কখনো তুল্য নয়/বিদ্বান রাজার চেয়েও সম্মানিত হয় /রাজা শুধু পূজা পান আপন রাজ্যতে/ বিদ্বান পূজিত হয় সারা ধরণীতে। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে বিদ্বান ব্যক্তি একজন রাজার চেয়ে সম্মানিত। একজন রাজা তার নিজের রাজ্যের মধ্যে কদর পান। সৃষ্টিশীল কাজ করতে না পারলে একজন রাজাকে নিজের দেশেও সম্মান করেনা। অন্যদিকে একজন বিদ্বান ব্যক্তি পৃথিবীর জন্য অলংকার কেননা তিনি শক্তি এবং লিখনীর অপূর্ব সমন্বয়ে পৃথিবীর সব মানুষের মঙ্গল সাধন করেন। তিনি নিজে শ্রদ্ধাবান হন এবং অপরকে শ্রদ্ধা করার মন্ত্র শিখিয়ে দেন। আমরা বই পড়ি। বই পড়ে আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে। বিদ্যা এমন একটি ধন যাকে বিভাজন করা যায়না। চোর চুরি করতে পারেনা। বিদ্যাধন কাউকে প্রদান করলে কমেনা বরং বাড়ে। যারা প্রকৃত বিদ্যা অর্জন করেছেন তারা মানুষকে সম্মান করতে জানেন কারণ তারা চরিত্রগতভাবে বিনয়ী হন। বিদ্যা অর্জনের পাশাপাশি ধর্মীয় আলোকে নিজের জীবনকে সাজাতে পারলে আমাদের জীবনের পূর্ণতা আসে। আধুনিক যুগে ধর্মীয় চিন্তা চেতনার সাথে আমাদের যুক্ত হতে হবে। উচ্ছৃঙ্খল ছাত্র শিক্ষকদের অসম্মান করছে। কিছু কিছু ছাত্র পাবলিক জায়গাগুলোতে প্রকাশ্যে ধূমপান করছে। মেয়েদেরকে উত্ত্যক্ত করছে। সুশিক্ষার অভাবে কিছু কিছু কিশোর বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ছে। ভাবতে অবাক লাগে যখন একজন ছাত্র আরেকজন ছাত্রকে হত্যা করার জন্য অস্ত্র হাতে নেয়। খবরের কাগজে পড়লাম কিছু ছাত্র তাদের একজন শিক্ষককে পুকুরে নিক্ষেপ করেছে। এই যে ছাত্রগুলো দিনদিন মানবতা হারিয়ে ফেলছে তার জন্য কি আমাদের কিছুই করার নেই? আমাদের কিশোর, আমাদের ছাত্র, আমাদের ছেলেরা যদি ভাল হয়, শ্রদ্ধাশীল হয় তাহলে দেশের জন্য অনেক শুভ হবে, মংগল হবে। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজেকে সুশিক্ষার আলোকে আলোকিত হব। লেখক: প্রাবন্ধিক

পূর্ববর্তী নিবন্ধসমালোচনা নয় ভালো কাজের প্রশংসা করতে হবে
পরবর্তী নিবন্ধবিলুপ্তপ্রায় প্রকৃতির সৌন্দর্যবর্ধক ধূসর পাখি কাঠময়ূর