নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার, অপরজনের খোঁজ মেলেনি

শিকলবাহা খালে বাল্কহেড ডুবি

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

পটিয়ার শিকলবাহা খালে বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় বাল্কহেড কর্তৃপক্ষের নিয়োগকৃত সিভিল ডুবরিরা নৌযানটির ভেতর থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেন। ওই ব্যক্তির নাম আবুল কালাম মুন্সী (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার চরউরিয়া গ্রামের ছৈয়দ আহমদের পুত্র। এর আগে মঙ্গলবার ভোরে শিকলবাহা খালের কালারপুল সেতুর একটি পুরোনো পিলারের সাথে ধাক্কা লেগে ৭শ টন পাথর বোঝাই বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ অপর শ্রমিকের নাম রহমত আলী (২৭)। তিনি নোয়াখালীর চেরাগ আলীর পুত্র। তাকে এখনো উদ্ধার করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তা কর্মকর্তাসহ তিন জনের সাক্ষ্যগ্রহণ
পরবর্তী নিবন্ধচার আসামির মৃত্যুদণ্ড