নিউ ইয়র্কের সাবওয়েতে ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার ১

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবওয়ে সিস্টেমে কয়েকটি ছুরি হামলার ঘটনায় দুই জন নিহত ও দুই জন আহত হওয়ার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ম্যানহাটন ও কুইন্সের সাবওয়ে স্টেশনগুলোতে দুই ব্যক্তিকে খুন ও দুটি খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে গ্রেপ্তার রিগোবের্তো লোপেজের বিরুদ্ধে, জানিয়েছে বিবিসি। নিউ ইয়র্ক শহর পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছুরির ছবি পোস্ট করেছে। হামলায় হতাহতরা সবাই গৃহহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে থাকা রক্তমাখা কাপড় দেখে লোপেজকে গ্রেপ্তার করা হয় বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। সন্দেহভাজনের বয়স ২১ বছর এবং সে নিজেও গৃহহীন বলে জানিয়েছে তারা। খবর বিডিনিউজের।
নিউ ইয়র্ক শহর পুলিশের কমিশনার ডেরমট শেয়া জানিয়েছেন, শুক্রবার সকালে প্রথম হামলার ঘটনাটি ঘটে, আপার ম্যানহাটনের ওয়েস্ট ১৮১তম স্ট্রিট স্টেশনে মুখোশ পরা এক হামলাকারী ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। হাসপাতালে ভর্তি আহত এই ব্যক্তি সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানায়, ওই দিন রাতে কুইন্সের ফার রকওয়ে-মট অ্যাভিনিউ স্টেশনে একটি ট্রেনে ছুরিকাঘাতে নিহত পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধআফগান বন্দরের আগুন নিয়ন্ত্রণে ৫০০ ট্যাংকার ভস্মীভূত
পরবর্তী নিবন্ধইরাকে জঙ্গিরা ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে : তুরস্ক