নিউমার্কেটে ইউনাইটেড বিজনেস ফোরামের প্রচারণা

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন উপলক্ষে নগরীর নিউমার্কেট এলাকায় প্রচারণা চালিয়েছে ইউনাইটেড বিজনেস ফোরাম। গতকাল রবিবার এই প্রচারণা চালানো হয়। পরে নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারাঅনতিবিলম্বে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ, ওজন স্কেল এবং কাস্টমস ও ভ্যাটের হয়রানিসহ অযৌক্তিক কার্যক্রম বন্ধ করার জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, ফ্রেইড অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম, ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক, অর্ডিনারি গ্রুপের মো. আমজাদ হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্ট, আবু হায়দার চৌধুরী, মো. শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. হাবিবুর রহমান ও শহিদুল আলম, অ্যাসোসিয়েট গ্রুপের মো. আলাউদ্দিন আল আজাদ, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর প্রমুখ। এ সময় প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও চেম্বারের উন্নয়নে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুই ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ৩ দিন পর মামলা
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল