নিউজিল্যান্ডে সফরে গেল বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৮ পূর্বাহ্ণ

করোনাকালে প্রথম কোন বিদেশ সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে গতকাল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। আর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার সে ব্যর্থতা কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউজিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার সেটা যেন করতে পারি।
তিন দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে নিউজিল্যান্ড গেল বাংলাদেশের ৩৫ সদস্যের বহর। ক্রাইস্টাচার্চে পৌঁছানোর পর আবার কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে শুরু হবে কোয়ারেন্টিন। সেখানেই কোয়ারেন্টিন দুই সপ্তাহের।
১৪ দিনের কোয়ারেন্টিনের প্রথম ৭ দিনই মূল পরীক্ষা। এসময় ঘরবন্দি থাকতে হবে সবাইকে। ঘরের দরজায় খাবার দিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিয়ে খেতে হবে। রুম, টয়লেট, কাপড় পরিস্কার, গোছগোছ সবকিছুই করতে হবে নিজেকে। অষ্টম দিন থেকে জিম ও সীমিত পরিসরে অনুশীলনের সুযোগ থাকবে। ১৪ দিন কোয়ারেন্টিনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে একদম মুক্ত জীবন কাটানো যাবে। ক্রিকেট বিশ্বের অন্য কোথাও এই সুযোগ নেই। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে দল। স্পিন কোচ ড্যানিয়েল ভেটোরি দলের সঙ্গে যোগ দেবেন সেখানে।

পূর্ববর্তী নিবন্ধমুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট কাল শুরু
পরবর্তী নিবন্ধযন্ত্রণা নিয়েই মহাকাশে যাচ্ছেন ক্যান্সার জয়ী হেলে