নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডে আজ শুক্রবার শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ দল আগে থেকেই সেখানে অবস্থান করলেও অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিয়েছেন ঠিক আগের দিন গতকাল বৃহস্পতিবার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে ৪ অক্টোবর মঙ্গলবার নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা ছিল সাকিবের। কিন্তু ভিসাজনিত ঝামেলায় পড়ে সময়মতো দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তার। বিসিবি জানিয়েছিল ২ অক্টোবর লস অ্যাঞ্জেলস থেকে তাহিতি হয়ে বিমান ভ্রমণের পরিকল্পনা ছিল টাইগার অধিনায়কের। কিন্তু ট্রানজিট ভিসায় ঝামেলা দেখা দেয়। যে কারণে সেদিন আর লস অ্যাঞ্জেলস থেকে বিমানে ওঠা হয়নি সাকিবের। এ জন্যই মূলত পিছিয়ে যায় সাকিবের নিউজিল্যান্ড যাওয়া। পুনরায় গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলস থেকে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন সাকিব। দীর্ঘ ভ্রমণ শেষে অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাজী তফছির আহমদ স্মৃতি সংসদ আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধওপেনিং করাটা উপভোগ করছেন মিরাজ