নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করা মানব ধর্ম

এনায়েতবাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী নওফেল

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, প্রকৃতির অমোঘ নিয়মেই ঋতুর পালাবদল ঘটে। প্রকৃতির আচরণ মানুষের অসহায়ত্বকে আরও প্রকট করে তোলে। ছিন্নমূল অসহায় মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত মোকাবিলার প্রয়াস চালায়। এমতাবস্থায় শীতার্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো আমাদের দায়িত্ব।

নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করা মানবধর্ম। এ জন্য জাতি-ধর্ম-বর্ণ দলমত-নির্বিশেষে বিত্তবানদের শীতার্থ বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। গত ২ জানুয়ারি রাতে ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে কাউন্সিলর নিলু নাগের ব্যাক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মত্যুবার্ষিকী উপলক্ষে এক হাজার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ।

এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আ.লীগের সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, আ.লীগ নেতা মানিক ঘোষ, ওর্য়াড আ.লীগ নেতা বিপু ঘোষ বিলু। সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আশিকুর নবী চৌধুরী, আনোয়ার পলাশ, দিপু নাথ, উজ্জ্বল চক্রবর্তী, রানা দাশ, শিমুল দাশ, দেবীকা ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধগাছের পাতা খায়