শুকনো পাতার মর্মর শব্দ ভেসে ভেসে আসে এই কানে,
মনে হয় যেন, কারো নীরব পায়ের শব্দ!
মনোযোগ গভীর থেকে হয় গভীরতর, ক্ষণে ক্ষণে এই মনে!
দু ‘চোখ খোলা বাতায়ন ধরে বহুদূর দৃষ্টি বাড়িয়ে দেয়,
যায় কি দেখা,
যারে নয়ন যুগল দেখবারে চায়! পুকুর ঘাটে চেয়ে থাকে,
যদি তার প্রিয়,
মাতাল হাওয়ার দোলায় দুলে ওঠে!
যদি তাকে দেখবার পায়,
জলের সাথে মিশে জড়াজড়ি করে, ঢেউ খেলে যায়!
মনের ভুলে বার বার ফিরে চায়, একবার তাকে দেখার জন্য,
এমন ও কেমন সে নিঃশব্দের বেদন,
যাকে তুমি দেখতে নাই পাও–!
ক্ষণে ক্ষণে ব্যথাতুর হৃদয় দুলিয়ে,
ভুলে বলে ওঠে এ কেমন খেলা নিয়তি তোমার।