নিঃশব্দে নিভৃতচারিণী

লুৎফন নাহার | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

মাঝে মাঝে মনে হয় নিছক এ জীবন,
চাওয়া পাওয়ার কোনো কিছুই হয়না পূরণ।
পাওয়া না পাওয়ার দোলায় দোলে মন।
কখনো ইচ্ছে হয়,
সবকিছু ছেড়ে চলে যাই,
কীসের মায়াজাল, কীসের পিছুটান,
কাঁটাতারে ঘেরা সংসারের বন্ধন।
সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত-
যেন ছুটে চলা লাগামহীন ঘোড়া,
সবকিছুতেই বড্ড বেশি তাড়া।
ক্লান্তি নেই, শ্রান্তি নেই
নেই কোনো কাজের মূল্যায়ন,
তাই তো মনে হয় নিছক এ জীবন।
জীবনের ক্ষয়, যৌবনের ক্ষয়,
করতে পারিনি কারো মন জয়।
বেলা শেষে ফিরি শূন্য দুহাত লয়ে,
অপমান আর গ্লানির বোঝা বয়ে।
হয়তো এভাবে একদিন-
চলে যাব অনেক দূর,
চারিপাশ থেকে বেজে উঠবে
কান্নার সুর।
যেদিন আমার শূন্যতা টের পাবে
তোমাদের শত অনুরোধে –
আর আমি –
‘ফিরিয়া চাহিব না তোমাদের পানে।’

পূর্ববর্তী নিবন্ধভেজালপণ্য তৈরি রোধ করুন
পরবর্তী নিবন্ধঅদক্ষ চালকের চালনা জনগণের জন্য ভয়ংকর অভিশাপ