না ফেরার দেশে মিষ্টি মেয়ে কবরী

নাওশেবা সবিহ কবিতা | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

কবরী – নামটি মনে এলেই বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগ সামনে এসে দাঁড়ায়। আমার সৌভাগ্য টইটম্বুরের কারণে কবরী আন্টির সাথে আমার বরাবর যোগাযোগ ছিল যদিও উনি চট্টগ্রামের মেয়ে হওয়ায় আমার বাবা-মায়ের সাথে পূর্ব পরিচয় ছিল। আমার প্রয়াত মা – সেলিমা সবিহ্‌কে উনি ভাবি সম্বোধন করতেন। এই তো বছরখানেক আগে টেলিফোনে আমার মা- কে নিয়ে কবরী আন্টি স্মৃতিরোমন্থন করেছেন। আমিও যেহেতু চট্টগ্রামের মেয়ে তাই সুযোগ পেলেই আন্টির সাথে আঞ্চলিক ভাষায় কথা বলতাম। পর মুহূর্তে দু’জনেই হাসতাম। আন্টির মিষ্টি হাসির তুলনা ছিল না। সেকারণে-মিষ্টি মেয়ে কবরী হিসেবে তিনি সমধিক পরিচিত ছিলেন। আজ এই মুহূর্ত থেকে তিনি -স্মৃতি হয়ে -না ফেরার দেশে…কবরী আন্টি ওপারে আপনি ভালো থাকুন। আপনার মিষ্টি হাসিটি জিইয়ে থাক…।

পূর্ববর্তী নিবন্ধসরল বোধের শক্তিশালী অভিনেত্রী
পরবর্তী নিবন্ধবিদায় সারাহ বেগম কবরী