নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরীতে নাশকতা চেষ্টার অভিযোগে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ৬ জনসহ আরো ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নুরুল আজিম (২৭), মো. হাফেজ মনজুর আলম (২৩), মো. মকবুল হোছাইন (৩৪), মো. রুকন উদ্দিন (৪৫) ও আব্দুল বারেক উরফে ছোটন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর হামজারবাগ মোড়ে জামায়াত-শিবিরের পলাতক আসামিরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চাওয়া জামায়াত-শিবিরের ৫ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধইয়াবাসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাপ্তাই-রাঙামাটি সড়কের বিভিন্ন স্থানে ধস