নগরীর লালখান বাজার এলাকায় সড়কের পাশের নালায় পড়ে রড ঢুকে গুরুতর আহত হয়েছে ইমরুল কায়েস চৌধুরী নামের এক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
জানা গেছে, সড়কে যানজট লাগলে নিজের গাড়ি থেকে নেমে সামনের দিকে এগোচ্ছিল ইমরুল। এ সময় অন্ধকারে দেখতে না পেয়ে মুখ খোলা নালায় পড়ে যায়। নালার ভিতরে থাকা রড তার পেটের ডানপাশে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তার গাড়ির ড্রাইভার ও পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা।