নারী কখনো মা, কখনো স্ত্রী
কখনো বোন, কখনো কন্যা,
কখনো প্রকৃতি, কখনো ধরিত্রী
সর্বক্ষেত্রে নারী অনন্যা।
নারী জন্মদাত্রী, স্নেহময়ী
নারীর আছে সহিষ্ণুতা,
নারী ছাড়া সংসার অসম্পূর্ণ
নারী দশভূজা, জগৎমাতা।
নারী কখনো ক্ষমতাশালী
কখনো অধিকারবিহীন,
কখনো নারী সম্মানিত
আবার কখনো নিরাপত্তাহীন।
নারী কখনো প্রতিবাদী, কখনো লাজুক
কখনো হাস্যময়ী, কখনো অভিমানী,
কখনো নীরবে সহ্য করে
সংসারের যত ব্যথা, গ্লানি।
নারী যখন জন্মায়
কখনো আদরনীয়, কখনো অবহেলিত,
নারীর নেই নিজস্ব ঠিকানা
কখনো নেই কোন মতামত ও।
তবুও নারী হাসিমুখে
সবকিছুকে নেয় মেনে,
সব নারীদের প্রতি শ্রদ্ধা জানাই
নারীরা মর্যাদা পাক আপন ভুবনে।