‘নারী শিক্ষায় অগ্রগতির মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব’

খন্দকিয়া চিকনদন্ডী স্কুলে সুবর্ণজয়ন্তী উৎসব

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

শিক্ষায় নারীরা পিছিয়ে পড়লে সমাজের অগ্রগতিও পিছিয়ে পড়বে। তাই সমাজের অগ্রগতি অব্যাহত রাখতে নারীদের কোনোভাবেই অবহেলা করা যাবে না। সুতরাং নারী শিক্ষায় অগ্রগতির মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। গত ১১ মার্চ খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আ.লীগের সভাপতি এম এ সালাম এসব কথা বলেন।

প্রধান শিক্ষক আখতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সুবর্ণজয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক মো. সুলতান মাসুদ। বিশেষ অতিথি ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা. সুযত পাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দীন শাহ, ইডেন নুর ইংলিশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান বাচ্চু। এর আগে উদ্বোধন, র‌্যালি, সমাবেশ, স্মৃতিচারণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়।

২য় দিনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। ওইদিন বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার। উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আলম, সিডিএর সাবেক বোর্ড সদস্য মো. ইউনুছ গণি চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল আলম, জসিম উদ্দীন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও গুণিজন সম্মাননা প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সমঝোতা চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধবিলোনিয়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোর সম্মেলন