বাকলিয়ায় সাড়ে ছাব্বিশ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। শনিবার মধ্যরাতে বাকলিয়া থানাধীন রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. আলম, মোশারফ এবং সেনোয়ারা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মাদক বিক্রির উদ্দেশ্যে এক নারীসহ তিন মাদক কারবারি বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।