নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি

নারী উন্নয়ন পরিষদের সমাবেশে বক্তারা

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নারী উন্নয়ন সংগ্রাম পরিষদের সমাবেশে বক্তারা বলেছেন, নারী ও শিশুরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদে নেই। সর্বব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্যতম ঘটনা ঘটেই চলেছে। বক্তারা নারীর সুরক্ষা ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে আরো কঠোর আইন প্রণয়নের আহবান জানিয়ে অবিলম্বে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নারী উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে দেশব্যাপী চলমান নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে নগরীর অক্সিজেন সংলগ্ন সংগঠন কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম, কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক লিটন। সংগঠনের সভাপতি সাহেনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগ নেতা বাপ্পী চৌধুরী, নুরুল কবির স্বপণ, সমাজ সেবিকা মুক্তা শেখ মুক্তি, শিক্ষিকা রেশমা আক্তার, ইয়াসমিন আক্তার, কবি হামিদুল ইসলাম দূর্জয়, এম এ দুলাল, রীতা দাশ, মো. মিজান, মাসুদ রানা, ইমদাদুল হক ইমন, জহিরুল হক আকাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক হ্যাকড হলে সহায়তা দেবে সরকার : পলক
পরবর্তী নিবন্ধরাজনৈতিক কুমতলবে ধর্ষণবিরোধী আন্দোলন করছে বিএনপি