নারীরা শিক্ষিত হলে সমাজ এগিয়ে যাবে

কে সি গার্লস হাই স্কুল পরিদর্শনে ড. বিপ্লব গাঙ্গুলী

| শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

পুরুষের পাশাপাশি নারীদেরও শিক্ষার সুযোগ দিতে হবে। নারীরা শিক্ষিত হলে সমাজ এগিয়ে যাবে। গত বৃহস্পতিবার কে সি গার্লস হাই স্কুল পরিদর্শনে এসে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী এসব কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মুহাম্মদ আখতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সুলতান মাসুদ, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিব, সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, বাসবী দত্ত, বদরুন্নাহার, উম্মে কুলসুম, এম এয়াকুব আলী, মো. জয়নুল আবেদীন কুতুবী, মুহাম্মদ আবুল মনসুর, মনজুর আলম প্রমুখ।
পরে ড. বিপ্লব গাঙ্গুলী বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব ও লাইব্রেরিসহ অন্যান্য অবকাঠামো পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তিনি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৩ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী
পরবর্তী নিবন্ধ২০ হাজার টাকা জরিমানা