নারীদের পিছিয়ে রেখে সমাজ কখনও এগিয়ে যেতে পারে না

বসন্ত উৎসবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৩ পূর্বাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেছেন, সমাজে মাতৃ জাতি একটি অবিচ্ছেদ্য অংশ। নারীদের পিছিয়ে রেখে সমাজ কখনও এগিয়ে যেতে পারে না। নারীদের পথচলায় পুরুষদের সহায়ক ভূমিকা পালন করতে হবে। একজন মা-ই সন্তানের প্রথম ও প্রধান শিক্ষক। মাতৃ জাতির ক্ষমতায়ন বাড়ালে সমাজ সামনের দিকে এগিয়ে যাবে। গীমাস সমাজের মা ও মেয়েদের উন্নয়নে কাজ করছে। তিনি গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুচিত্রা ধরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, লাভলী দে ও শ্রেষ্ঠা চৌধুরী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন নির্মল কান্তি দেব। উদ্বোধক ছিলেন শিবু প্রসাদ দত্ত। প্রধান বক্তা ছিলেন সুদর্শন চক্রবর্তী। সংবর্ধিত অতিথি ছিলেন জুরাছড়ির ইউএনও জীতেন্দ্র কুমার নাথ, কাউখালীর ইউএনও শতরূপা তালুকদার, খাগড়াছড়ির পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, চসিক কাউন্সিলর পুলক খাস্তগীর, নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, লায়ন মীননাথ ধর মিলন, চন্দনময় নন্দী টিটু, ডা. রাষ্ট্রন দেবনাথ, ডা. মৌমিতা দাশ, বিধান কৃষ্ণ চক্রবর্তী, কমলেশ ধর, শিল্পী শুভ দাশ, রামকৃষ্ণ চক্রবর্তী জুয়েল, লিটন দাশ, সুখময় ধর তন্ময়, প্রিয়া ঘোষ, অর্ণি চৌধুরী, কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আবৃত্তি করেন শান্তনু মিত্র। অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপহার হিসেবে বর্ষপঞ্জি, গীতা, বই, মাস্ক, সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলা ভাষার উৎপত্তি, ব্যাকরণ প্রণয়ন ও প্রাসঙ্গিক ভাবনা
পরবর্তী নিবন্ধইউএসটিসি একাডেমিক কাউন্সিলের সভা