নারীদের এগিয়ে না নিলে সমাজ এগিয়ে যাবে না

আলোচনা সভায় বক্তারা

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

কাফকো মহিলা ক্লাব : কাফকো মহিলা ক্লাবের উদ্যোগে গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়। ক্লাব প্রেসিডেন্ট আফরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিমা রহমান, কাজী শিরিন, সিফাত রহমান ও শারমীন সুলতানা। আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও ঘুড়ি ওড়ানো। এতে বক্তারা বলেন, নারীদের এগিয়ে না নিলে সমাজ এগিয়ে যাবে না।

ভাসা ফাউন্ডেশন : বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের সামাজিক ও মানব উন্নয়নমূলক এনজিও ভোলাটারী এক্টিভিটিস ফর সোস্যাল এডভান্সম্যান্ট ফাউন্ডেশন (ভাসা ফাইন্ডেশন) তৃণমূল পর্যায়ে উদ্যোগী ও সফল নারীদের সম্মাননা প্রদানের আয়োজন করে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৩১ জন উদ্যোগী নারীকে তাদের সফলতার জন্য সম্মাননা পদক প্রদান করা হয়।

ভাসা ফাউন্ডেশনের কর্নেলহাটস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইলমা সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক এবং চট্টগ্রাম এডাবের সভাপতি জেসমিন সুলতানা পারু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক পরিমল কান্তি পাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসরিন আক্তার, অনিতা দাশ, লাভলী আক্তার, সোহাগ নাসরিন, কহিনুর বেগম, সুমি আক্তার, ইয়াছমিন আক্তার, নুর কায়দা, রুমি আক্তার, রাজু চৌধুরী, সুদীপ্তা মজুমদার, মোঃ মানিক, এস এম রেজাউল করিম, নাজমুল হুদা, হেলাল উদ্দিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন : ইপিজেডস্থ আউটার রিং রোড চত্বরে মাদারল্যান্ড গার্মেন্টেস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক নারী সমাবেশ শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও রিনা হাবিবের সঞ্চালনায় গত ৮ মার্চ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারলান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেত্রী সালেহা ইসলাম সান্তনা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলআমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রম মিশন ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ কামরুল হাসান, ফাতেমা আক্তার, খুশি আক্তার রিমি, মরিয়ম আক্তার প্রমুখ।

ইজি ডায়েট : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ইজি ডায়েটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ৮ মার্চ বিকাল ৫টায় ইজি ডায়েটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পুষ্টিবিদ তাহমিনা আক্তার, ইজি ডায়েটের মেডিকেল অফিসার ডা. আফ্রোদিতি অরোরা, ইজি ডায়েটের সিইও জাহানারা মুন্নী। অনুষ্ঠানে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা বলেন, নারী সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ। পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে নারীর অবদান অপরিসীম। তাই নারীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। নারী সুস্থ থাকলে পরিবার ভালো থাকবে।

ইজি ডায়েট ম্যানেজার সায়ান আল সাকিবের সভাপতিত্বে ও টেলিভিশন উপস্থাপিকা শারমিন নাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধডে কেয়ার ও মাতৃত্বকালীন সবেতন ছুটির দাবি গার্মেন্ট শ্রমিক সংহতির পথ সমাবেশ