নারায়ণগঞ্জে রেললাইনে বাস ট্রেনের ধাক্কায় নিহত ৩

| সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ শহরে রেল ক্রসিংয়ে উঠে আসা একটি বাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন জন নিহত হয়েছে; আহত হয়েছে আরও অন্তত দশ জন। শহরের ১ নম্বর রেলগেট এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি শাহ্‌ জামান জানান। খবর বিডিনিউজের।
দুর্ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের একজন হলেন আবুল কালাম (৬৫)। শিশুসহ অন্য আরেক ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। আহতরা হলেন নুরু মিয়া, কাদের মোল্লা, মিজান মিয়া, মনা মিয়া, মনির হোসেন, শাকিল আহমেদ ও এক শিশুসহ অজ্ঞাত পরিচয় আরও চার জন।
রেলওয়ে পুলিশের এসআই মোখলেসুর রহমান জানান, ঘটনার সময় ট্রেনটি দ্রুতগামী ছিল। ওই সময় রেল ক্রসিংয়ে থাকা গেইটম্যান ব্যারিয়ার ফেলে যানবাহনের গতিরোধ করেন। কিন্তু আনন্দ পরিবহনের বাসটি উত্তর পাশের ব্যারিয়ার ভেঙে রেল লাইনের সামনে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মোখলেসুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচসিকে অভিযান দুদক এনফোর্সমেন্ট টিমের
পরবর্তী নিবন্ধপ্রধান আসামি আশিক গ্রেপ্তার